সহিংসতার কারণে মানুষ বিএনপিকে ত্যাগ করেছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের ভোটার ও মানুষ সহিংস ও রক্তপাত পছন্দ করে না। এদেশের মানুষ জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয়। বিএনপি যদি নির্বাচনে না আসে, সেটা তাদের বিষয়। বিএনপি হরতাল-অবরোধ দিয়ে সহিংসতা করছে, মানুষ তাদের পরিত্যাগ করেছে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে ৬৪টি জেলায় মোট ৭১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। একই সাথে ৭টি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের ভিসা সেবা প্রদান করা হচ্ছে। ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দরে ৪৪টি ই-গেট স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সবগুলো নিজস্ব ভবনের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি ইমআরপি পাসপোর্ট রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আমরা দ্রত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা রূপান্তিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশাংসা শুনতে হয়।
মন্ত্রী আরও বলেন, আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করবো। আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো। এখন দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে এগিয়েছে তা এ ক্ষেত্রে বোঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি। তা অন্যদেশের লোক সংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. শামীম ওসমান, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. ছারোয়ার হোসেনমহ অনেকে।





