সাবেক স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির খান। লগান সিনেমায় কাজ করাকালীন ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। কিরণের প্রেমে পড়েই নাকি প্রথম বিয়ে আমির খান।
এর পর কিরণ-আমির প্রায় ১৬ বছরের সংসার করেন। ২০২১ সালে এই জুটি বিচ্ছেদের ঘোষণা করে অনুরাগীদের রীতিমতো চমকে দেন। তবে বিচ্ছেদের পরও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন প্রাক্তন এই যুগল। এ বার নাকি আবারও এক ছাদের তলায় আসতে চলেছেন তারা।
করণ জোহরের কফি উইথ করণ অনুষ্ঠানের জন্য ফের হাত মিলিয়েছেন আমির ও কিরণ। করণের টক শোতে এর আগেও একসঙ্গে এসেছিলেন তারা। এই নিয়ে দ্বিতীয় বার কফি উইথ করণ-এ দেখা যেতে চলেছে তাদের।
ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে বলে শোনা যাচ্ছে। তাদের পর্ব দিয়েই নাকি শেষ হতে চলেছে কফি উইথ করণ এর অষ্টম সিজন।