পুনেতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝেই দ্বিতীয় দফায় ঢাকায় আসেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ছুটি শেষে পুনেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের ফ্লাইটে মুম্বাইয়ে নামার পর সড়কপথে পুনেতে গেছেন তিনি।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভাষ্য, দুপুর আড়াইটার দিকে তার ফ্লাইট ছিল। মুম্বাইতে নেমে সড়কপথে সে পুনেতে আসে।
টিম ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, মুম্বাইতে নামার পর সড়কপথে পুনেতে আসছেন তিনি।
আঙুলের ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া টাইগার দলপতি সাকিব আল হাসানের সঙ্গে দেশে ফেরেন ওপেনার লিটন দাস।
এর আগে গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে প্রথম দফায় দেশে এসেছিলেন এ ওপেনার। ওই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেন উইকেটকিপার এ ব্যাটার।
এদিকে গুঞ্জন রয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছুটি চেয়েছেন লিটন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসের ভাষ্য, খবরটি সঠিক নয়।
বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারছেন না এ ওপেনার। চলতি আসরে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ২৪৮ রান। বিশ্বকাপের আগেও খুব একটা ফর্মে ছিলেন না লিটন। ১০ ইনিংসের মধ্যে মাত্র একটিতে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।
উল্লেখ্য, বিশ্বকাপে আর মাত্র একটি ম্যাচই বাকি বাংলাদেশের। পুনের এমসিএ স্টেডিয়ামে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হবে টাইগারদের।