টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন হিতে বিপরীত হয়ে দাঁড়ালো। নিগার সুলতানা জ্যোতিরা পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৪ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩১.৫ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে ওপেনার শামিমা সুলতানা সাদিয়া ইকবালের ঘূর্ণিতে আটকা পড়েন।
দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানো টাইগ্রেসরা ব্যাটিং পাওয়ার প্লেতে আরো দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে। প্রথম দশ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার।
তবে এই দুইজন মিলে মাত্র ১০ রান যোগ করতে পারেন। সাদিয়া ইকবালে বলে লেগ বি ফোরের শিকার হয়ে ১৪তম ওভারে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন স্বর্ণা। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নিগারের সঙ্গে দলের হাল ধরেন ফাহিমা খাতুন।
কিন্তু পাকিস্তান অধিনায়ক বড় হতে যাওয়া এই জুটি ভাঙেন ২১তম ওভারে। এই ডানহাতি স্পিনারের ঘূর্ণিতে ৩২ বলে ১৩ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন জ্যোতি। দলীয় ৪৭ রানে টাইগ্রেস অধিনায়ক ফিরে গেলে আসা যাওয়ার মিছিল শুরু হয় বাংলার মেয়েদের।
শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাদিয়া ইকবাল। ৩টি করে উইকেট নেন নিদা দার ও উম্মে হানি।