যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩ সালের জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।
ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্যার্স্টেন অ্যালেন জানান, কমলা হ্যারিসেরও কপ-২৮ সম্মেলনে যোগ দেয়ার কোন পরিকল্পনা নেই। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ের এক্সপো সিটিতে জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পোপ ফ্রান্সিসসহ প্রায় ৭০ হাজার মানুষ অংশে নেবেন বলে জানা গেছে।





