শ্রীমঙ্গলে পর্যটক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি ওসমান গণিকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানার ধলাদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসমান গণি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে।
গত ২৭ আস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশ কটেজ থেকে শরীফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন শরীফুলের স্ত্রী (নং ২৭/২৬১/ ২৮ আগস্ট ২০২৩)।
ওসমান গণিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।





