গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
সিলেটের গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ১৮৬ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলা জকিগঞ্জ টু সিলেট রাস্তার গ্যাস ফিল্ড সামনে (বগুড়া-ট-১১-০৭৫০) নাম্বারের এক ট্রাক ভর্তি ভারতীয় চিনি চোরাকারবারীকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার
মুজাফফরপুর গ্রামের মোহাম্মদ হাসন আলী শেখের পুত্র মোঃ সবুর আলী শেখ (৩৫), মোহাম্মদ হোসেন আলী শেখের পুত্র মোহাম্মদ কাউসার আলী শেখ(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এর নির্দেশনায় পৌরসভা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের সামনে চেক পোষ্ট বসান হয়। এসময় এসআই রাজীব কুমার রায়, এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ, এসআই সোহেল রানা নেতৃত্বে এক ট্রাক ভর্তি ১৮৬ বস্তা ভারতীয় চিনি ঘটনাস্থলে ২জনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ধারা-১৯৭৪ সালের 25B(1)(b) /25D মামলা দায়ের করা হয়।





