বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিআইডির ক্রাইম সিন ফিতা খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে ক্রাইম সিনের বেষ্টনী প্রত্যাহার করা হয়েছে। তবে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবদ্ধ।
এদিকে অবরোধের প্রথম দিন সকালে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল কম। অন্যদিকে অবরোধ কর্মসূচি ঘিরে পুলিশকে ওই এলাকায় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, ফকিরাপুল এবং নাইটিঙ্গেল মোড় ঘুরে এ চিত্র দেখা গেছে।
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ফকিরাপুল মোড় এবং নাইটিঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সকাল থেকে বিএনপির কোনো নেতাকর্মীকে কার্যালয়ে বা তার সামনে দেখা যায়নি।
ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক। তবে এ সড়কের দুই পাশের শপিং মলগুলো এখনো খোলেনি। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও হাতেগোনা।





