কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে জেলা আ’লীগের শোক
প্রকাশিত হয়েছে : ৫:৫১:৪০,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০২৩ | সংবাদটি ২০ বার পঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, কালিবাড়ী গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম শনিবার (২৮ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আগামীকাল রবিবার ( ২৯ অক্টোবর) বাদ জোহর কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





