গোলাপগঞ্জে সড়ক পরিবহন আইনে জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ৯:২০:০৬,অপরাহ্ন ০১ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৫৭ বার পঠিত
গোলাপগঞ্জে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫ হাজার ৮ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী পরিচালনায় পৃথক অভিযান কালে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ তাদের সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)অভিজিৎ চৌধুরী।





