জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ.ত্যু
প্রকাশিত হয়েছে : ১১:২৯:১২,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিত
সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। জকিগঞ্জ- সিলেট সড়কের শাহবাগ মহিদপুর ব্রীজে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলেও বেচেঁ গেছেন একজন।
তাদের বাড়ি কানাইঘাটে বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল অনুমান পৌনে পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে থাকা উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কমরু। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।





