বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ। ওই ম্যাচের মাঝখানে অর্থাৎ ইনিংস বিরতিতে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা ছিল।
তবে ইনিংস বিরতিতে নয় বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচটি শেষ হওয়ার পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে।
ভারতে অনুষ্ঠেয় বাংলাদেশের বিশ্বকাপে দলে কোন ১৫জন জায়গা পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এরই মধ্যে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় এবং বিশ্বকাপের পুরোটা খেলতে পারবেন এই বিষয়ে বোর্ডকে আশ্বস্ত করতে না পারায় বিশ্বকাপ দলে থাকছেন না সাবেক ওয়ানডে অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলে ৪৪ রান করেছিলেন তামিম। তবে ম্যাচ শেষে কোমরের অস্বস্তির কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। পরে টিম ম্যানেজমেন্টকে একই সমস্যার কথা জানান তামিম। বিশ্বকাপের পুরোটা তাকে নাও পাওয়া যেতে পারে বলে বোর্ডকে অবহিত করেন।
পরে ‘আনফিট’ তামিমকে বিশ্বকাপ দলে রাখার বিষয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান আপত্তি তোলেন বলে জানা গেছে। বিসিবি সভাপতি নাজমুল পাপন বিষয়টি নিয়ে হাথুরুসিংহে ও সাকিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করেছেন সাবেক অধিনায়ক মাশরাফির সঙ্গে। এরপর তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে।