সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোজাম্মেল হোসেন মাসুম নামের এক যুবক খুন হয়েছেন।শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মোজাম্মেল পূর্ব নোয়ারাই গ্রামের মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে মাসুমকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সে মারা যায়। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে হোসাইন আহমদ (২৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক হোসাইন পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।





