জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ধানী জমি হইতে পরিত্যাক্ত অবস্হায় এ চিনি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সাহিদ মিয়া, এসআই মুহিবুর রহমান এসআই নিখিল চন্দ্র দাস ও ফোর্স সহ জৈন্তাপুর থানাধীন ৬নং চিকনাগুল ইউনিয়ন এর অন্তর্গত কহাইগড় ২য় খন্ড সাকিনস্হ জাহাঙ্গীর আলম এর বসতঘরের পিছনে ধানী জমি হইতে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৯৭ বস্তা চিনি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সহকারি পুলিশ সুপার ( মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মোঃ সম্রাট তালুকদার
তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।





