শাহপরান রঃ মাজার জিয়ারত করে শিরনী বিতরণ করলেন ডা.স্বপ্নীল
সিলেটের শাহপরান রঃ মাজার জিয়ারত করে শিরনী বিতরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) রাতে তিনি মাজার জিয়ারত করে শিরনী বিতরণ করেন।
মাজার জিয়ারতের সময় ডা.স্বপ্নীল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল নিহত সদস্যের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত করেন।
এরপর তিনি শাহপরান রঃ মাজার সংলগ্ন শাহপরান (রহঃ) আল-কোরআন সেন্টারে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও মোনাজাতে অংশ নেন।





