হবিগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেল ৩৬৪ ভূমিহীন পরিবার
আশ্রয়ন প্রকল্প-২ এর চতুর্থ ধাপে হবিগঞ্জে ৬টি উপজেলায় ৩৬৪টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই ঘর বিতরণ উদ্বোধন করেন। হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তে এক অনুষ্ঠানে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিল হস্তান্তর করা হয় ৭৫টি পরিবারের মাঝে।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রফিকুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা প্রমুখ।
বুধবার হবিগঞ্জ জেলার ৫টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলাগুলো হল হবিগঞ্জ সদর, মাধবপুর, বাহুবল, শায়েস্তাগঞ্জ ও লাখাই। এর আগে জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন মুক্ত করা হয়েছিল। জেলার আজমিরীগঞ্জ উপজেলা শুধুমাত্র অবশিষ্ট আছে শতভাগ ভূমিহীন মুক্ত ঘোষণার। জেলায় মোট ৩ হাজার ২৬৬টি পরিবারকে ঘর হস্তান্তর এর তালিকা করা হয়। এর মাঝে হস্তান্তর করা হয়েছে ৩ হাজার ২২০টি ঘর।





