সুনামগঞ্জে মকুট-পলিন বললেন শোককে শক্তিতে পরিণত করতে হবে
সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার শোক র্যালি ও আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার নেতাকর্মি উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক এতে নেতৃত্ব দেন। র্যালিটি শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ শেষে রমিজ বিপনীর দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ সময় নুরুল হুদা মুকুট বলেন, দীর্ঘ সংগ্রাম আর জেল জুলুম মাথায় নিয়ে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু ক্ষমতা গ্রহনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় এ দেশীয় কিছু বিশ্বাসঘাতক, নরপিশাচদের হাতে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা পিতার স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছেন।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেন ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর শক্তি কারো নেই।
সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন বলেন, ১৫ আগস্টের শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে।
বঙ্গবন্ধুকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা করা হয়েছে। ষড়যন্ত্র এখনো হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ১ আসনের স্যসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন , আওয়ামী লীগ নেতা রেজাউল করিম শামিম,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মতিউর পীর, আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, অ্যাডভোকেট চান মিয়া, আওয়ামী লীগ নেতা শামিম চৌধুরী, আবুল কালাম, অমল কর, যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর,ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ





