আমি আর খেলবো না – সাকিব
অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোয়াশার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ দিকে এই অলরাউন্ডার ফেসবুকে লিখেন- ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’।
তিনি কাকে উদ্দেশ্য করে এ বার্তা দিয়েছেন তার কিছুই উল্লেখ নেই। এদিকে সাকিল আল হাসানের এমন স্ট্যাটাসে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে।
হৃদয় হাসান নামে একজন লিখেছেন, ‘তুমি না খেললে সমস্যা নাই। আমাদের এখন ইয়াসির আলি আছে।’ এম এ আকাশ নামের একজন লিখেছেন, নিশ্চিত থাকেন এটা বিজ্ঞাপন।
এদিকে বাংলাদেশ দল যখন এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে, তখন সাকিব ব্যস্ত ছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে পরে যোগ দেন শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে। এ দুই টুর্নামেন্টের জন্য ২০ আগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
শ্রীলঙ্কা থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন ২২ আগস্ট।এরপর বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রথম এলেন অনুশীলনে। তবে শেষ পর্যন্ত আর অনুশীলন করেননি। বৃষ্টির পর অন্য খেলোয়াড়েরা প্রস্তুতি ম্যাচ খেলতে নামলেও সাকিব ছেড়ে যান স্টেডিয়াম। ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।