প্রথমবার নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
চলমান ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বুধবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে আসরের সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ নারী দল। ফলে প্রথমবারের মতো মেয়েদের ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড।
ম্যাচের ৩৬তম মিনিটে গোল করে ইংলিশদের এগিয়ে দিয়েছিলেন ইলা টোন।
প্রথমার্ধে আর কোনো হয়নি। বিরতির পর ৬৩তম মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান স্যাম কের। তবে ইংলিশদের বেশিক্ষণ দমিয়ে রাখা যায়নি। ৭১তম মিনিটেই স্কোরলাইন ২-১ করেন ইংল্যান্ডের লাউরেন হেম্প।
গোল পরিশোধে মরিয়া অজিরা ইংল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে। তবে ৮৬তম মিনিটে অজিদের আক্রমণ রুখে দিয়ে প্রতি আক্রমণে গোল আদায় করে নেয় ইংল্যান্ড। গোলটি করেন অ্যালেসিয়া রুসো।
ম্যাচের বাকি সময় অবশ্য আর কোনো গোল হয়নি।
ফলে ৩-১ ব্যবধানে ম্যাচটি জিতে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। আগামী রবিবার ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে স্পেনের। স্পেনও প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে। অর্থাৎ নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।