জয় দিয়ে লিগ শুরু আর্সেনালের
গত মৌসুমে খুব কাছে গিয়েও প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হয়েছে আর্সেনালের। সেসব ভুলে গিয়ে নতুন করে নতুন মৌসুম শুরু করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথম ম্যাচই জয় দিয়ে রাঙিয়েছে তারা। শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
ঘরের মাঠে ২৬ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাসে গানারদের ব্রেকথ্রু এনে দেন এডি এনকেতিয়াহ। ৩২ মিনিটে উইলিয়াম সালিবার পাসে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় নটিংহাম। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা তাইয়ো আইয়োনিয়ির গোলে ব্যবধান কমায় নটিংহাম। অবশ্য সমতায় আর ফেরা হয়নি ফরেস্টের।
পরবর্তী সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ক্লাবটি।