বিশ্বকাপে জমজমাট আসর, কাল ঢাকায় আসছে ট্রফি
বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনো। তবে দেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। ক্যালেন্ডারের পাতা উলটে হিসাব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯ দিন।
চারদিকে সাজ সাজ রব। কমবেশি সব দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল— ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলংকায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু আগামী ৮ আগস্ট থেকে।
এই যখন অবস্থা, তখন ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।
রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাস ব্রিজে (পদ্মা সেতু) হবে অফিসিয়াল ফটোশুট। এর পর ৮ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়াকর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে এ প্রদর্শন হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।