ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৪৪,অপরাহ্ন ০১ আগস্ট ২০২৩ | সংবাদটি ৪৯ বার পঠিত
জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার ডেঙ্গু পজিটিভ হয়েছে। গত পাঁচ-ছয় দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পরশু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সোমবার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে।
হাসান মাহমুদের জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন।
আগামী ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।
সোমবার মিরপুরে ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা করানো হয়।