দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফেঞ্চুগঞ্জের দুই যুবদল নেতাকে শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের ২ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল। শোকজ প্রাপ্তরা হলেন উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ। আজ সোমবার সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৩ দিনের মধ্যে লিখিত জবাব সহ স্বশরীরে জেলা যুবদলের সভাপতি/সম্পাদকের নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অন্যতায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিশে।
উল্লেখ্য যে, উত্তর কুশিয়ারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণার পর যুবদল নেতাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কমিটির বিরুদ্ধে মিছিল করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হন যুবদল নেতৃবৃন্দ।





