জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ’র শ্রদ্ধা নিবেদন
১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ‘বঙ্গবন্ধু ঐক্য পরিষদ’সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যেগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক এম.বাবর লস্কর, যুগ্ম মহাসচিব ও ৪ং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ শেপুল,এপিপি এডভোকেট মামুন রশিদ,সহ প্রচার সম্পাদক ও জেলা শাখার আহবায়ক অঞ্জন দেব,সদস্য ও যুগ্ম আহবায়ক দিলিপ দাস জয়, রফিক মিয়া, টিটু দাস,সদস্য সচিব বিদ্যুৎ সেন পুরকায়স্থ, মহানগর শাখার আহবায়ক অপু কর, যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান, জয়নাল আবেদীন,তিব্বিয়া কলেজের প্রভাষক আকতার হোসেন,যুব সংগঠক নজরুল ইসলাম সহ অন্যান্যরা প্রমুখ।





