আরটিএম একেটিইউ কালচারাল ক্লাব ফ্রেশার রিসেপশনে’র সাধারণ সভা সম্পন্ন
আরটিএম একেটিইউ কালচারাল ক্লাব, শৈল্পিক অভিব্যক্তি এবং সৃজনশীলতার একটি প্রাণবন্ত স্থান, সোমবার (২৮ আগস্ট) বেলা ১ টায় আরটি এম পয়েন্ট, টিবি গেইট অবস্থিত আরটিএম একেটিইউ ক্যাম্পাসে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচের শিক্ষার্থীদের এবং সাংস্কৃতিক ক্লাবের নতুন আগত সদস্যদের জন্য ফুলেল অভিনন্দনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের উপদেষ্টা এবং আরটিএম-একেটিইউ সিএসই ডিপার্টমেন্টের লেকচারার, রাসা ইফফাত হেলমি।
সভার আকর্ষণীয় অংশ ছিল সদ্য ভর্তি হওয়া প্রতিটি ছাত্র এবং কালচারাল ক্লাবের সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো। স্বাগত জানানোর এই টোকেনটির লক্ষ্য ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্ব ও উৎসাহের পরিবেশ স্থাপন করা। অনুষ্ঠানে প্রতিভাধর নবীনদের দ্বারা অসাধারণ পারফরম্যান্সের একটি সিরিজ দিয়ে মঞ্চটি জীবন্ত হয়ে ওঠে। দিবা সিনহা, প্রীতম, এবং রকিবুল শাদাব, তাদের সুরেলা কণ্ঠে অনুষ্ঠানটি মাতিয়ে তোলেন।
আরটিএম-একেটিইউ কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন মিজান অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন।
আরটিএম একেটিইউ কালচারাল ক্লাবের সভাপতি তুলি আক্তার উদ্বোধনী বক্তব্য দেন এবং নবীনদের সংবর্ধনা জানান।
আরটিএম একেটিইউ কালচারাল ক্লাবের সহ-সভাপতি আদিবুর রহমান ইফাজ স্বাগত জানান সব নবীনদেরকে এবং তাদেরকে সাথে নিয়ে একজোট হয়ে কাজ করে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইশতিয়াকুর রহমান চৌধুরী ও কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন ডলি, কার্যনির্বাহী সদস্য রাজন তালুকদার, রাহুল রাজিব সহ অনেকে। অনুষ্ঠানে আরটিএম একেটিইউ কালচারাল ক্লাব কমিটির সম্মানিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যক্ষ করা হয়েছে। সবাই নবীন সংবর্ধনাকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার প্রতি তাদের নিবেদন পুরো কার্যধারায় ও সাধারণ সভায় স্পষ্ট ছিল।
আরটিএম-একেটিইউ কালচারাল ক্লাবের বৈচিত্র্যকে আলিঙ্গন, প্রতিভা এবং একতাকে লালন করার প্রতিশ্রুতি নতুনদের জন্য একটি উত্তেজনাপূর্ণ এবং সমৃদ্ধ যাত্রার প্রতিশ্রুতি দেয়।





