সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ৭ দিনের সফরে সিলেটে পৌঁছেছেন
সাত দিনের সফরে সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও জাতীয় কমিটির সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এম.পি। আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সফরকালে নিজ নির্বাচনী এলাকা (সিলেট-৬) বিয়ানীবাজার-গোলাপগঞ্জ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় যোগদান করবেন।
এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের পাশাপাশি গণসংযোগ ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এম.পি।





