শোক দিবসে কাতার আ.লীগের আলোচনা সভা
কাতারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।
১৫ আগস্ট কাতারের রাজধানী দোহার আল জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কাতার শাখার সহ-সভাপতি নাছির উদ্দীন তালুকদার, উপদেষ্টা শাহাদাত হোসেন নাসের, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবু হারাধন শীল, কার্যকরী কমিটির সদস্য আতিকুল মাওলা মিঠু, কার্যকরী কমিটির সদস্য রহিম পারভেজ, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম প্রধান, কাতার বাংলাদেশ কমিউনিটি সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন, কাতার বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নুরুল আলম, কাতার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুষার, কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি ও সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোসাদ্দেকুর রহমান।





