কোরআন পোড়ানোর অভিযোগে সড়ক অবরোধ, দুজন আটক
সিলেট নগরীর আখালিয়ার ধনুহাটা এলাকায় কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার মধ্যরাতে বিজিবি সিলেট সদর দপ্তরের সামনে এ ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি পেশায় শিক্ষক। তারা দাবি করেন, পড়ার উপযুক্ত না থাকায় কিছু কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে তাদের মারধর করা হয়।
পরে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানসহ পুলিশ তাদের উদ্ধার করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডেপুটি কমিশনার আজবাহার আলী জানান, ৪৫ খণ্ড কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে কিছু ভালো ও কিছু পোড়ানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।





