মাঠে ঢুকে পড়ল সাপ..! শ্রীলঙ্কায় সাকিবদের ম্যাচে
লঙ্কা প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হয়েছে সাকিবের গল টাইটান্স ও ডাম্বুলা অরা। টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে সাকিবের দল। তিনে নামা ভানুকা রাজাপাকসে দলের সর্বোচ্চ ৪৮ (৩৪ বলে) রান করেন। অধিনায়ক দাসুন শানাকা ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
কলম্বোর বিখ্যাত আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎই ঢুকে পড়ল বড় সাপ। টিভি ক্যামেরায় ধরা পড়ে সাপটি কীভাবে মাঠে ঢুকছে। তখন ক্রিজে ব্যাট করছিলেন ডাম্বুলা অরার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা। তখন বোলিং প্রান্তে ছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার বল হাতে নিতেই মাঠের ঢুকে পড়লো জলজ্যান্ত এক সাপ।
সাপ ঢুকায় কিছুক্ষণ মাঠের খেলাও বন্ধ থাকল। সাপ ধরতে ঝাঁপালেন মাঠের নিরাপত্তারক্ষী থেকে গ্রাউন্ডসম্যানরা।
গল টাইটান্সের একাদশে আজ ছিলেন সাকিব আল হাসানও। ডাম্বুলা অরার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও আলো ছড়ান ৩৬ বছর বয়সী এই ব্যাটার। ভানুকা রাজাপাকসের বিদায়ে গলের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩তম ওভারে মাঠে নামেন সাকিব। তবে নিজের রুদ্রমূর্তি ১৫তম ওভারে দেখান বাঁহাতি এই ব্যাটার। ধনঞ্জায়া ডি সিলভার করা ওই ওভারে সাকিবের ২টি ছক্কা ও ১ চারে আসে ১৯ রান। তবে এমন ঝোড়ো সূচনা করেও বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১৮তম ওভারে শাহনওয়াজ দাহানির কাছে বোল্ড হন তিনি। ১৪ বলে ১ চার ও ২ ছয়ে ২৩ রান করেন বাঁহাতি অলরাউন্ডার।
সাকিব আউট হওয়ার পর অধিনায়ক দাসুন শানাকা ঝড় তোলেন। ২১ বলে ২ চার ও ৪ ছয়ে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। লাহিরু সামারাকুনের সঙ্গে ১৫ বলে ৪১ রানের জুটি গড়েন শানাকা। তাতে ৫ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর করে গল। শেভন ড্যানিয়েলের ৩৩ রানও তাদের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখে।