সোমবার থেকে শুরু এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি
এবারের এশিয়া কাপ মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট থেকে। মহাদেশীয় এই প্রতিযোগিতাটিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।
আজ মিরপুরে এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন টাইগার ক্রিকেটের তিন নির্বাচক। বৈঠক শেষে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেখানেই আগামীকাল থেকে ক্যাম্প শুরু রার কথা জানান প্রধান নির্বাচক।
রোববার মিরপুরে সাংবাদিকদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে ছুটিতে ক্রিকেটাররা, নেই ঘরোয়া ক্রিকেটও। কয়েকজন ক্রিকেটার বিদেশি লিগ খেলছেন, তবে ছুটিতে থাকা ক্রিকেটারের সংখ্যাই বেশি। এ কারণে ক্রিকেটারদের ফিটনেস নিয়েই টিম ম্যানেজমেন্ট বেশি ভাবছে বলে জানান প্রধান নির্বাচক। নান্নু বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’
প্রাথমিক এই ক্যাম্পে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন না। কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলছেন লিটন দাস ও আফিফ হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য ছুটি নিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। ওদিকে জিম আফ্রো টি-টেন লিগ খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পর।