ক্যাটরিনা আমার সঙ্গে সব সময়ই জিততে চায়: ভিকি
বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাদের ‘পাওয়ার কাপল’ বলা হয়। স্বামী এবং স্ত্রী দুজনেই ক্যারিয়ারে খুবই সফল। নানা কারণেই বারবার শিরোনামে উঠে আসেন তারা। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসেছিলেন ভিকি। তার কথায়, ক্যাট সব সময় তার বিরুদ্ধে জিততে চায়। আর নাচের ব্যাপারে বেশ খুঁতখুঁতে ক্যাট।
ভিকি কৌশল বলেন, ‘সবাই মিলে ছুটি কাটাতে গেলে নিয়মিত ক্রিকেট খেলি আমরা। খেলায় কখনই আমার দলে থাকতে চায় না ক্যাট। কারণ ক্যাট সব সময়ই চায় আমার বিরুদ্ধে জিততে।
কিছুদিন আগে আরেকটি সাক্ষাতকারে ভিকি পারিবারিক বিষয়ে বিভিন্ন চমকপ্রদ কথা বলেন। তার কথায়, বিয়ের পর বাড়িতে হিসাবপত্র সব ক্যাটরিনাই সামলান।
ক্যাটরিনা প্রতি সপ্তাহেই বাড়ির সব কর্মচারীদের নিয়ে পুরো এক সপ্তাহের পরিকল্পনা করেন। এ সময় নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় ভিকিকে।
ভিকির নাচের দিকেও কড়া নজর রাখেন ক্যাট, কারণ নাচের বিষয়ে তিনি বড্ড খুঁতখুঁতে।
ক্যাটরিনার জন্মদিন উদযাপন করতে বিদেশভ্রমণে আছেন এই দম্পতি। গত বছর মালদ্বীপে জন্মদিন উদযাপন করেছেন ক্যাটরিনা। এবার কোথায় গিয়েছেন, তা অবশ্য জানা যায়নি।