বৃষ্টির পর খেলা শুরু, নেমে এলো ১৭ ওভারে ম্যাচ
বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। দীর্ঘ সময় খেলা না হওয়ায় ওভার কমে গেল। ১৭ ওভারে নেমে গেলো ম্যাচ। টস জিতে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের গতির মুখে পড়ে ২.৪ ওভারে মাত্র ১৬ রানেই দুই ওপেনারের উইকেট হারায় আফগানরা।
বৃষ্টি শুরুর আগে ৭.২ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ৩৯/২ রান। ২০ বলে ১১ এবং ১৪ বলে ১১ রানে অপরাজিত আছেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি।
আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাজ জাজাইকে আউট করেন তাসকিন আহমেদ।
শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
আজ জিতলেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
এর আগে ২০১৮ সালে দেরাদুনে ৩-০ ব্যবধানে হারে টাইগাররা। গত বছর মিরপুরে দুই ম্যাচের সিরিজটি ড্র হয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, কারিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, ওয়ফার মোহাম্মদ, ফজলহক ফারুকি।