নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপ নারীদের জয়
নেপালকে তাদেরই মাটিয়ে উড়িয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তারাই এবার ঘরের মাঠে নেপালের কাছে আটকে গেল। প্রথমে ১-০ গোলের লিড নিলেও ম্যাচ শেষ করলো ১-১ গোলের সমতায়।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে প্রথম লিড নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন নারী দলের ফরোয়ার্ড সাবিনা খাতুন।
তাকে দিয়ে গোল করান রিপা। দলের নাম্বার টেন আলতো ভলি করে বল বাড়ান রিপাকে। পায়ের দারুণ কাজ দেখিয়ে তিনি থ্রু দেন সাবিনাকে। ফাঁকায় বল পেয়ে যাওয়া অভিজ্ঞ সাবিনা ওই বল জালে জড়াতে ভুল করেননি।
ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলা বাংলাদেশ ওই লিড হারায় ম্যাচের যোগ করা সময়ে। শেষ বাঁশির ঠিক আগে অর্থাৎ ম্যাচের ৯৪ মিনিটে গোল করে সমতায় ফেরে নেপালের নারী ফুটবলাররা।
বাংলাদেশ নারী দলকে অবশ্য এই ড্রতে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নেই বাফুফে কিংবা ভক্তদের। নেপাল যেখানে ২০২২ সালের ওই সাফের পর চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা ম্যাচ খেলতে নামলো ১০ মাস পরে।
তাও সেরা সেই দল নিয়ে মাঠে নামতে পারেনি বাংলাদেশ। অনেকে দীর্ঘদিন খেলা না থাকায় এবং নারী ফুটবলের নানান সংকটের কারণে বুট-জার্সি গুছিয়ে বাড়ি ফিরে গেছেন। বাংলাদেশ নারী দলকে সাফ শিরোপা এনে দেওয়া কোচ গোলাম রাব্বানি ছোটনও নেই ডাগ আউটে।