কানাডার টরেন্টো সিটিতে “রত্না লেইন” রাস্তার নামকরণ এর ফলক উন্মোচন
মাছুমুর রহমান বাপ্পী/আজকাল নিউজ:- ইছমত আরা রত্না, ২০১৯ সালের ১৯শে আগষ্ট টরন্টোর ডাউনটাউন, রিজেন্ট পার্ক এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তার ক্রসিং লাইট পাড়াপারের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে (চালক মাতাল অবস্থায়) একটি গাড়ি নিমিষেই কেড়ে নিয়েছিল ইছমত আরা রত্নার প্রান।
স্বামী মসজিদুর রহমা এর প্রতিষ্ঠাতা সদস্য মৌলানা মিসবাহ আহমেদ এবং দুই ছেলে হাফেজ মুবাশ্বির(১৩) ও হাফেজ মুদাব্বির (১১) এবং ৬ বছরের একমাত্র কন্যা খাদিজা বেগম এর চোখে এখনো কান্নার ছাপ।
বাংলাদেশী কমিউনিটিতে “রত্না” নামে সকলের আদরের এই বোনটি যেদিন প্রাণ হারিয়েছিল ঐ দিন শুধু তার পরিবার কাঁদেনি,কেঁদেছিল গোটা টরন্টো বাসি, শুধু তাই নয়, মুসলিম ধর্মের পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকজনের চোখে ছিল অশ্রুজল।
রিজেন্ট পার্কের বিশাল বড় মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হয়েছিল রত্নার নামাজে জানাজা।
রত্নার এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার,বড় ভাই আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, মরহুম আব্দুল হক (রত্না মারা যাবার কিছুদিন পর তিনিও মৃত্যুবরণ করেন) আব্দুল লতিফ এবং আব্দুল হান্নান সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উদ্যোগে মরহুমার স্মরণে একটি রাস্তা নামকরণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি টরন্টো হাউজিং এর উদ্যোগে ভোটের মাধ্যমে “রত্না লেইন” নামটি স্বীকৃতি পায়।
রত্না যে শুধুমাত্র তার পরিবারেরই আদরের ছিল না, একজন বোন, একজন “মা” হিসেবে কমিউনিটির কাছে কতটুকু আদরের ও সম্মানের ছিল সেদিন বোঝা গিয়েছিল প্রচন্ড ঠান্ডা, তুষারপাত উপেক্ষা করেও ভোট দিতে আসা কমিউনিটির সর্বস্তরের পুরুষ ও মহিলাদের উপস্থিতি দেখে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর,গত ৮ই জুলাই ২০২৩ সকাল ১১ টা ৩০ মিনিটে ডান্ডাস ও রিভার স্ট্রীট এর মাঝামাঝি মরহুমা রত্না স্মরণে Ratna Ln নামে একটা রাস্তার নামকরণ ফলক উন্মোচন করা হয়েছে। পরিবারের সকলের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে City of Toronto তে উদ্বোধন হলো Ratna Ln.
উদ্বোধনী অনুষ্ঠানে কান্না জড়িত কন্ঠে বক্তব্য রাখেন এম.পি.পি ক্রিস্টিঙ্ক ওয়ান টেম, কাউন্সিলর ক্রিস মইছ, বড় ভাই আব্দুল আউয়াল ও রত্নার রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে নুজহাত লতিফ।
উপস্থিত ছিলেন টরন্টো হাউজিং এর বিভিন্ন স্তরের কর্মকর্তা, রিজেন্ট পার্ক, মোছ পার্ক, ক্যাবেজ টাউন সহ বিভিন্ন আশেপাশের এলাকার নেতৃবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরাইয়া ইব্রাহিম,আব্দুল বাছিত, শাহান চৌধুরী, জগলুল হক, মিজান চৌধুরী, মঞ্জুর আহমন টিপু, মোঃ আসাদ উদ্দিন,ফয়জু চৌধুরী,বাপ্পি রহমান, নাজনীন সুলতানা সহ আরো অনেকে।
আমরা কেউই এ পৃথিবীতে থাকবো না তা চিরন্তন সত্য, কিন্তু রত্নার এই চলে যাওয়ার আজ প্রায় ৪ বছর পর উক্তিটি বারবার মনে পড়েছে
“এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”।