সিলেটে গৃহবধূ শিমলা হত্যা: বিশ্বজিৎ রিমান্ডে
সিলেটে স্ত্রী সিমলা রানী নাথকে হত্যাকারী বিশ্বজিৎ দেবনাথকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল খায়ের বলেন, সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে ১দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে দাম্পত্য কলহের জেরে নগরীর শাহপরান থানাধীন মেজরটিলা নাথপাড়া এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন নগরীর ৩২ নং ওয়ার্ডের নূরপুর এলাকার জিতেন্দ্র দেবনাথ মেয়ে সিমলা রানী নাথ।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে। এরপর শুক্রবার রাত সাড়ে ৯টায় এলাকার জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্বজিৎ দেবনাথ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে।
জানা যায়, সিমলা নগরীর নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। আবার সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন একুশ বছরের এ যুবতী। বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। কিন্তু বিশ্বজিৎ তার কথা শুনতেন না। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন আগে সিমলা স্বামীর বাসা ছেড়ে চলে গিয়েছিলেন বাবার বাড়িতে।
বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে সিমলা কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি ধমকি দিয়েছেন। এ কারণে তার বাবা বৃহস্পতিবারই শাহপরাণ থানায় একটি জিডি দায়ের করেছিলেন।





