বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে সিলেটে মানববন্ধন
শ্রমজীবী শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদেরকে সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলা যায়। এ জন্য তাদের পুনর্বাসন জরুরি। এ লক্ষ্যে সামাজিক গণসচেতনতা বৃদ্ধি ছাড়াও তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে হবে। রোববার (১২ জুন) বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
সোমবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আকবেটের উদ্যোগে মানববন্ধন ও সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এ উপলক্ষে ‘শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আকবেট নগরীর ব্যস্ততম এলাকা উপশহরের প্রধান সড়কে মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম, সহকারী পরিচালক অর্ণব মজুমদার, সহকারী পরিচালক ফাহমিদা তানিয়া, প্রজেক্ট কো-অর্ডিনেটর তানজিনা মুক্তা, কমিউনিটি টিচার লক্ষী পাল, ঝর্না বেগম, আব্দুস সালাম, বেদে পল্লীর শিক্ষক বিশ্বজিত শীল প্রমুখ।
এছাড়া মানববন্ধনে আকবেটের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, বিভিন্ন এনজিও এর প্রতিনিধিসহ সুশীলসমাজের প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৭ লক্ষ শিশু নানা রকম ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে দেশ থেকে শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে একটি বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। আকবেট ২০১৩ সাল থেকে শিশুশ্রম নির্মূলের উদ্দেশ্যে গণসচেতনতা তৈরি, পলিসি এডভোকেসি এর পাশাপাশি শ্রমজীবী শিশুদের শিক্ষা নিশ্চিত, পুনর্বাসন ও তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করছে।





