তাহিরপুরে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীর পানিতে ডুবে ফারিয়া আক্তার নামে (১৪ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের জয় হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার দুধের আউটা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, উপজেলার দুধের আউটা গ্রামের পশ্চিম হাটি গ্রামের বাসিন্দা জয় হোসেন’র স্ত্রী শিশু ফারিয়া আক্তারকে ঘরের ভেতর রেখে সংসারের কাজে ব্যস্থ ছিলেন। হঠাৎ শিশু ফারিয়াকে ঘরের ভিতর দেখতে না পেয়ে বসত ঘরের চারপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। ঘন্টাখানেক পরে বাড়ির সামনে ঘাটে(পাটলাই) নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুর স্বজনরা শিশুটিকে দেখতে পায়। পরে শিশু ফারিয়া আক্তারকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করে।
উপজেলার ট্যাকেরঘাট ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এঘটনায় সত্যতা নিশ্চিত করেন।





