সংবাদ উপস্থাপক হিসেবে বুবলীর জীবনের গল্প (ভিডিও)
শবনম বুবলীকে আমরা জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী হিসেবেই দেখি। এবার ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা। ঢালিউড জগতে আসার আগে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। এই অভিনেত্রী বেসরকারি টেলিভিশনে সংবাদ উপস্থাপন করতেন।
সাংবাদিকতাকে সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা বলে মনে করেন বুবলী। সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে এই অভিনেত্রী এ কথা বলেন।
বুবলী বলেন, আমি যখন সংবাদ উপস্থাপনায় ছিলাম আমার কাছে মনে হতো- যখন লাইভ নিউজ পড়ছি, প্রাইমটাইম নিউজ পড়ছি, যখন টকব্যাকে বলছে এবং কাউন্টডাউন হচ্ছে- আমার কাছে মনে হচ্ছে কোটি কোটি মানুষ দেখছে।
এই অভিনেত্রী আরও বলেন, আমাদের দায়িত্বের জায়গা থেকে যদি একটা ভুল শব্দ বলি একটা ভুল উপস্থাপন যদি করি- দিন শেষে আমাকে জবাবদিহি করতে হবে। তাই জবাবদিহির জায়গা থেকে আমার মনে হয় সবচেয়ে চ্যালেঞ্জিং পেশা সাংবাদিকতা। তাই সাংবাদিকতাকে আমরা শ্রদ্ধা করি।