বলিউডের সবচেয়ে ধনী ৫ অভিনেত্রী
বলিউডের অভিনেতা-অভিনেত্রীর হাটে কে বা কারা সবচেয়ে সম্পদশালী তা জানার আগ্রহ কমবেশি সবারই আছে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ সম্প্রতি সবচেয়ে ধনী ৫ অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। চলুন জেনে নেই-
ঐশ্বরিয়া রাই
ঐশ্বরিয়া রাই বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী। ভারতীয় মুদ্রার হিসাবে তার বর্তমান সম্পদের পরিমাণ ৮২৪ কোটি রুপি। বিয়ের পর অভিনয় ক্ষাণিকটা কমিয়ে দিয়েছেন তিনি। তবে সম্পদের পরিমাণ একই আছে।
প্রিয়াঙ্কা চোপড়া
বিশ্বব্যাপী সমাদৃত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। বলিউডের বিখ্যাত অনেক ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমান মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তিনি। তার সম্পদের পরিমাণ ৫৭৭ কোটি ভারতীয় রুপি।
দীপিকা পাড়ুকোন
সুদর্শন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ভক্ত বিশ্বজুড়ে। চমৎকার অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয় এই বলিউড তারকা। বলিউডের রানি বলেও পরিচিত তিনি। তার সম্পদের পরিমাণ ৩৩০ কোটি ভারতীয় রুপি।
মাধুরী দীক্ষিত
অসাধারণ নাচের জন্য বেশ জনপ্রিয় মাধুরী দীক্ষিত। ভারতীয় মুদ্রায় তার সম্পদের পরিমাণ ২৮০ কোটি রুপি।
ক্যাটরিনা কাইফ
হিন্দি সিনেমার অন্যতম মার্জিত ও রুচিশীল অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ধনীর তালিকায় পঞ্চম অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১৬৪ কোটি ভারতীয় রুপি।