আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেন চার পেসার
আফগানিস্তানের বিপক্ষে বুধবার মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে চারজন পেসার খেলতে পারে। এমনটি বলেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার অনুশীলনের আগে হাথুরুসিংহে বলেন, এখন সাত-আটজন পেসার আছে, তাদের যেকোনো সময় নিতে পারি। পেস বোলিং ইউনিট নিয়ে আগেও যারা কাজ করেছে এইচপিতে বা বাংলাদেশ টাইগার্সে তারা খুবই ভালো কাজ করেছে। তারা ফুরফুরে আছে। তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। কাল তিনজন বা চারজন পেসারকে খেলাতে পারি। তারা প্রস্তুত আছে।
হাথুরু আরও বলেন, গত কদিন বৃষ্টি হয়েছে এজন্য উইকেট সবুজ। আমি এখানে আগেও সবুজ উইকেট দেখেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেট ছিল। আগের প্রশ্নের প্রাসঙ্গিকতা ধরে বলছি আমাদের পেসার আছে। এজন্য তাদের এমন কন্ডিশন দিয়েছি।
তিনি আরও বলেন, এখন সবুজ উইকেট আছে, কিন্তু দেখেন অনেক গরমে উইকেট ভাঙতে পারে, তখন স্পিনাররা ভালো ভূমিকা নেবে। আমার মনে হয় উইকেট বেশ স্পোর্টিং। ব্যাটার, বোলার, পেসার সবার জন্য কিছু না কিছু থাকবে। ভালো লড়াই হবে।