হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে শাহ্ মোঃ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক হিসেবে জিল্লুর রহমান কে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহ সভাপতি হিসেবে হাফিজুল ইসলাম হাফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আহাদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক হিসেবে গোলাম মাহবুব।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়েছেন তৃনমুল ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেছেন, নেতৃত্ব সৃষ্টির প্রক্রিয়া হলো কমিটি। হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির মাধ্যমে হবিগঞ্জ জেলা ছাত্রদল শক্তিশালী হবে।