সোমবার সিলেটে আসছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
নিরাপদ সড়ক চাই (নিসচা’র) উদ্যোগে গাড়ি চালকদের কে নিয়ে যত গতি তত ক্ষতি’ শীর্ষক এক সচেতনতামূলক ক্যাম্পেইন সোমবার (৫ জুন) সকাল ১০টায় সিলেট দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিলেটে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি। বিআরটিএ সিলেটের উপ পরিচালক মো: শহিদুল আযম। নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুহিম।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু আহবান জানিয়েছেন।