চাঁদ দেখা গেছে, ২৯ জুন পবিত্র ঈদ উল আযহা
প্রকাশিত হয়েছে : ১০:৩১:০৬,অপরাহ্ন ১৯ জুন ২০২৩ | সংবাদটি ১৩৪ বার পঠিত
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।সোমবার (১৯ জুন) পাবনায় চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশন পাবনার উপপরিচালক জাতীয় চাঁদ দেখা কমিটিকে তা নিশ্চিত করে। এছাড়া রাজবাড়ীতেও চাঁদা দেখার সংবাদ পাওয়া গেছে।
হিজরি ১৪৪৪ সালের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হয়।
এদিকে, সৌদি আরবে ১৯ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ২৭ জুন হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে দেশটিতে।





