আব্দুল আহাদ খান জামালের কৃতজ্ঞতা প্রকাশ
সদ্য কারামুক্ত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন গ্রেফতারের পর থেকে মুক্তি লাভের আগ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগীতা প্রদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার রাতে এক বার্তায় তিনি বলেন, গ্রেফতারে পর জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ আমি ও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আইনি লড়াইয়ে সহযোগীতা করেছেন ও রাজপথে মুক্তির দাবিতে মিছিল সমাবেশ করেছেন এবং বিভিন্ন জায়গায় পুলিশি নির্যাতনে শিকার হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানান। তাদের এই ভালোবাসার ঋণ শুধ হবার নয়।
বিবৃতিতে তিনি আরো বলেন অতীতের ন্যায় রাজপথের লড়াই সংগ্রামে আরো বেশি সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে নেতাকর্মীদের এই ভালোবাসার ঋন পরিশোধের চেষ্টা করবো।





