ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহা উদ্দিনকে যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের টানা দুইবারের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাহা উদ্দিন বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়ে সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য বাঘা ইউনিয়নের যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়ে। শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় সোনাপুর মডেল একাডেমির পরিচালক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠক ও মানবাধিকার কর্মী মানবিক এম সাইদুল হাসান, সিলেট জেলা তাঁতী লীগ নেতা শাহ আজমান, অন্যতম আয়োজক সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, আব্দুল আলীম, সিলেট ব্লাড ডোনার সংগঠনের সভাপতি ছায়িম আহমদ, আলহামদুলিল্লাহ কার ড্রাইভিং স্কুলের পরিচালক মারুফ আহমদ, ব্লাড ডোনার সংগঠনের সহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, সহ সাংগঠনিক বাবলু আহমদ, উজ্জ্বল আহমদ, মাহবুব আহমদ, উমর সহ বাঘা ইউনিয়ন এর মুরব্বি ও যুব-সমাজের জনসাধারণ উপস্থিতি ছিলেন।





