শেষ ওভারে শাহিন আফ্রিদির ছক্কায় জয়
পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ১২ বলের ১৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে জয় পায় নটিংহ্যামশায়ার।
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ভাইটালিটি ব্লাস্টে টুর্নামেন্টে ডারহামের বিপক্ষে সোমবার ১৬৯ রানের টার্গেট তাড়ায় ৫ উইকেটের জয় পায় নটিংহ্যাম। দলের জয়ে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক অ্যালেক্স হেলস।
এদিন ইংল্যান্ডের চেস্টারের লে-স্ট্রিটের রিভার সাইড মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে অ্যালেক্স হেলসের নেতৃত্বাধীন ডারহাম। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওলি রবসন।
টার্গেট তাড়ায় ১৬.৪ ওভারে ১৪৮ রানে ৫ উইকেট হারায় নটিংহ্যাম। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল ২০ রান। হাতে ছিল ৫ উইকেট। খেলার এমন অবস্থায় শেষ দিকে মাথা ঠাণ্ডা রেখে ব্যাটিং করে যান পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। তিনি মাত্র ১২ বলে দুই ছক্কা আর এক বাউন্ডারিতে অবিচ্ছিন্ন ১৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।
জয়ের জন্য শেষ ওভারে নটিংহ্যামের প্রয়োজন ছিল ৫ রান। ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে শাহিন শাহকে দেন অধিনায়ক অ্যালেক্স হেলস। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শাহিন শাহ আফ্রিদি।