স্বপ্নের ফাইনালে পা রাখল ম্যান সিটি
গতবার রিয়াল মাদ্রিদ বুক ভেঙেছিল ম্যানচেস্টার সিটির। এবারও তেমন অনুমান করেছিলেন অনেকে। তবে না, এবার রিয়াল ভাগ্য বদলেছে ম্যানচেস্টার সিটি! রেকর্ড ১৪বার চ্যাম্পিয়নস লিগ জয়ীদের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলে হারিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়া গেছে।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সিলভার জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন এদের মিলতাও। শেষ দিকে চতুর্থ গোলটি করেন হুলিয়ান আলভারেস।
গত আসরের সেমি-ফাইনালে এই রিয়ালের বিপক্ষেই ফিরতি লেগে অবিশ্বাস্য কয়েক মিনিটে পথ হারিয়ে হেরে বসেছিল সিটি। এবার আর কোনো ভুল হতে দেয়নি তারা।
বলা যায়, ইউরোপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের কোনো পাত্তাই দেয়নি তারা। ২০২০-২১ মৌসুমে প্রথমবার ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি। ফেভারিটের মর্যাদায় মাঠে নেমেও সেবার চেলসির বিপক্ষে হেরে বসেছিল তারা। এবার সেই হতাশা ভোলার পালা। যে লক্ষ্যে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।
আগামী ১০ জুন ইস্তানবুলে তিনবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে গুয়ার্দিওলার সিটি। লক্ষ্য এবার আরাধ্য ইউরোপ সেরার মুকুট মাথায় তোলার।
তিন মৌসুমে মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনালে উঠল ইংলিশ চ্যাম্পিয়নরা। স্মরণীয় জয়ে ইতিহাস রচনার বাসনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি।