গাছবাড়ি হুজুরের মৃত্যুতে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড.নাসির খানের শোক
ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া কাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন খান।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নাসির খান বলেন, তার মৃত্যুতে সিলেটবাসী একজন সর্বজনগ্রাহ্য ধর্মীয় ব্যক্তিত্বকে হারালো। যে ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহষ্পতিবার ২.৩০ মিনিটে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুধবার (১৭ মে) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাওলানা মুফতি মুহিব্বুল হককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’ মাদ্রাসার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।