তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে ছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। চেমসফোর্ডে রবিবার তৃতীয় ওয়ানডে আয়ারল্যান্ডের কাছে সিরিজে সমতায় ফেরার ম্যাচ।
পল স্টার্লিং-অ্যান্ড্রু বলবির্নির ব্যাটিংয়ে বেশ দারুণ এগোচ্ছিল আইরিশরা। সেই জুটি ভেঙে দিলেন ইবাদত হোসেন চৌধুরী। আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের অর্ধেকটা জুড়েই ম্যাচ ছিল তাদের নিয়ন্ত্রণে। হঠাৎ বোলিংয়ে এসে ম্যাচের মোড় বদলে দেন নাজমুল হোসেন শান্ত।
পরের তিন উইকেট নিয়ে বাংলাদেশের জয় সহজ করে দেন মোস্তাফিজুর রহমান, একাদশে ফেরা এই বোলার নিয়েছেন মোট চার উইকেট।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৩ রানে হারায় শেষ ৫ উইকেট। সর্বোচ্চ ৬৯ রান করেন তামিম ইকবাল।
জবাবে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মার্ক অ্যাডাইর।