অবশেষে তিন অংকের দেখা পেলেন আফিফ
আফিফ হোসেন অবশেষে তিন অংকের দেখা পেলেন। রেজাউর রহমানের করা ৪৯তম ওভারের পঞ্চম বল। সিঙ্গেল নিয়ে আফিফ হোসেন পৌঁছে যান তিন অংকের ম্যাজিক ফিগারে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন আবাহনীতে খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বৃহস্পতিবার আবাহনীর হয়ে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চার নম্বরে নেমে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আফিফ। ১০৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম সেঞ্চুরি।
তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়। ৬১ বলে দেখা পান ফিফটির। ফিফটির পর ঝড় তোলেন তিনি। ৩৬ বলে পরের ফিফটি করে দেখা পান সেঞ্চুরির। লিস্ট এ’তে এর আগে আফিফের সর্বোচ্চ ছিল ৯৭ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে বাদ পড়েন আফিফ। সিলেট থেকে ঢাকায় ফেরার পরদিন থেকেই খেলা শুরু করেন ঢাকা লিগে।
আবাহনীর হয়ে শুরু থেকেই দারুণ খেলছেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত ১২ ম্যাচের ১০ ইনিংসে তার রান ৪৪৬। ৫৫.৭৫ গড়ে ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেন আফিফ।